স্বপনের বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৫

ভোট কেন্দ্রে এজেন্ট নিযুক্ত বিষয়ে পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপনের দেওয়া বক্তব্য নিয়ে সংসদীয় আসন পাবনা-৩ এলাকায় রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।    

মি. স্বপন তার বক্তব্যে বলেন, ”আমরা ধানের শীষের বাইরের কেউ না। যদি ধানের শীষের বাইরে কেউ যায়, আমি ভাঙ্গুড়াবাসীর পক্ষ থেকে কথা দিয়ে যাচ্ছি- ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে, কোনো কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না। ধানের শীষের বাইরে কোনো লোক থাকবে না।” বক্তব্যটি সামাজিম মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি। অনেকেই তার এমন বক্তব্য নিয়ে সমালোচনাও করেছেন।

মি. স্বপন এমন সময় এ বক্তব্য দিয়েছেন, যখন পাবনা-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত নেতাদের মধ্যে থেকে স্বতন্ত্র প্রার্থী হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমনকি বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত এক নেতা সম্প্রতি এক সমাবেশে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে বক্তব্যও দিয়েছেন।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, স্বতন্ত্র প্রার্থীর হওয়ার খায়েশ তৈরি হওয়া বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের সতর্ক করতেই এমন বক্তব্য দিতে পারেন মি. স্বপন।  শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পাবনার চাটমোহরে বালুচর খেলার মাঠে এক সমাবেশ হয়। সেই সমাবেশেই এজেন্ট বিষয়ে বক্তব্য দেন মি. স্বপন।

সমাবেশটিতে পাবনা- ৩ আসনে বিএনপির দলীয় প্রাথমিক মনোনয়নপাপ্ত কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ অন্য নেতারা বক্তব্য দেন। তুহিনের প্রচারণার অংশ হিসেবে এ সমাবেশ হয় বলে জানা গেছে।

কৃষিবিদ হাসান জাফির তুহিন কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি। তার পৈত্রিক বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। চাটমোহর শহরের অদূরেও তার বাড়ি রয়েছে।   কৃষিবিদ তুহিনকে বহিরাগত তকমা দিয়ে তার পরিবর্তে স্থানীয় নেতাকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও মশাল মিছিল করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। দলীয় প্রাথমিক মনোনয়ন ঘোষণার পরেও প্রবীণ রাজনীতিক ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম অথবা সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরাকে চুড়ান্ত দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে রাজপথে আন্দোলন করছেন তারা।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর