মেয়র নিরুদ্দেশ হলেও বহাল তবিয়তে সহকারী প্রকৌশলী সাখাওয়াদ

নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৫


ফ্যাসিস্ট সরকারের তৎকালীন মেয়র আবু বক্কর সিদ্দিকের সাথে আতাত করে ভুয়া বিল ভাউচার নামে বেনামে বিভিন্ন প্রকল্প নিয়ে লাখ লাখ টাকা আত্মসাত করেছেন দেবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো:সাখাওয়াদ আলী। শেখ হাসিনার সরকার উৎখাতের পর মেয়র নিরুদ্দেশ হলেও এখনো বহাল তবিয়তে রয়েছেন  তিনি। একই কর্মস্থলে টানা বছর ধরে চাকরি করায় মেয়রের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে।  এমন তথ্য জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, এ সহকারী প্রকৌশলীর অনিয়ম-দুর্নীতির বিষয় তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার।

জানা যায়, সহকারী প্রকৌশলী ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হিসেবে সাখাওয়াদ আলী জানুয়ারি ২০২০ সাল থেকে এ পৌরসভায় চাকরি  করছেন।  ২০২১ সালে মেয়র হোন আবু বক্কর সিদ্দিক। আবু বক্কর সিদ্দিক সাখাওয়াদ আলীর ভুয়া বিল ভাউচার করে লাখ লাখ টাকা আত্মসাতের কিছু তথ্য এ প্রতিবেদকের হাতে রয়েছে।  এর মধ্যে ২০২৩-২০২৪ অর্থবছরে যানবাহন মেরামত জ্বালানি খাতে খরচ দেখানো হয়েছে লাখ ২৪ হাজার ৫৮১ টাকা। অথচ ২০২৪-২০২৫ অর্থবছরে সেই খাতে খরচ এক লাখ ৫৬ হাজার ৩৫ টাকা।  একই ভাবে আনুষঙ্গিক ব্যয় ছিল ২০২৩-২০২৪ অর্থবছরে ৭ লাখ ৭৯ হাজার ৪৯৩ টাকা, ২০২৪-২০২৫ অর্থবছরে একলাখ ৫৮ হাজার ১৪৭ টাকা। রাজস্ব উন্নয়নের টাকায় অন্যান্য ২০২৩-২৪ অর্থবছরে লাখ ৪১ হাজার ৬৭০ টাকা, ২০২৪-২৫ অর্থবছরে সেখান থেকে কমে দাঁড়ায় মাত্র ৩১ হাজার ১৮১ টাকা।

২০২৩-২৪ অর্থবছরে নর্দমা পরিস্কার লাখ ৬০০,২৪-২৫ অর্থবছরে ৪২ হাজার ৯০০ টাকা; ২০২৩-২৪ বছরে ময়লা আবর্জনা পরিস্কার খাতে লাখ ৯৬ হাজার,২০২৪-২৫ অর্থবছরে ৭৫ হাজার ৫০০টাকা; ২০২৩-২৪ অর্থবছরে আপ্যায়ন বিল লাখ ১৯ হাজার ১৬৬,২০২৪-২৫ বছরে একলাখ হাজার ৯২৫ টাকা।

বছরের ব্যবধানে খরচ কমে যাওয়া প্রসঙ্গে সহকারী প্রকৌশলী নির্বাহী কর্মকর্তা সাখাওয়াদ আলী বলেন, ২৪ আগস্টের আগে খরচ হয়েছে। এ জন্য বিলও বেশি হয়েছে। পরে খরচ কম বিলও কম হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর