নিজেকে নির্বাচিত করতে নেতাকর্মী ও ভোটারদের সমর্থন চেয়ে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও জেলা বিএনপি’র জেষ্ঠ্য আহ্বায়ক মো. আব্দুল আজিজ বলেছেন, নির্বাচনের আগ পর্যন্ত কষ্ট করুন। নির্বাচিত হলে আমি ৫ বছর অতদ্র প্রহরী হয়ে এলাকার মানুষকে নিরাপত্তা দেবো। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে আমজনতা নিরাপদে থাকবে।
শুক্রবার রাতে মশিন্দা ইউনিয়ন বিএনপির আয়োজনে শীষের প্রচারনা সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, শত হামলা,মামলা,নির্যাতন সয়ে বিএনপিকে সংগঠিত করে রেখেছি। তার মুল্যায়ন হিসাবে দল আমাকে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন প্রত্যাশী কেউ কেউ বলেন- টাকা দিয়ে মনোনয়ন কিনে এ আসনে বিএনপির প্রার্থী হবেন। তাদের আশায় গুড়ে বালি।
মশিন্দা ইউনিয়নের বামনকোলার নুর মামুদ সরকারের চাতালে ওই প্রচারনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ, পৌর বিএনপির সদস্য সচিব সুফী আবু সাঈদ, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মাদ আলী,মশিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা ওলাম দলের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক এম, সময় হাসান,যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম বিপ্লব, সদস্য জিয়াউল হক জিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাঙা মোল্লা ও সেলিম রেজা,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/সি/এমকে