৭ কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৫

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলসহ ঢাকার সরকারি ৭ কলেজ নিয়েঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানসম্মত শিক্ষা, সময়মতো পরীক্ষা গ্রহণ, দ্রুত ফল প্রকাশ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে,  এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫-এর খসড়া প্রণয়ন করে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়। খসড়া অধ্যাদেশটি গত ২৪ সেপ্টেম্বর বিভাগটির ওয়েবসাইটে প্রকাশ করে শিক্ষার্থী, শিক্ষক সাধারণ অংশীজনের মতামত চাওয়া হয়। এরপর পাঁচ হাজারের বেশি মতামত জমা পড়ে। অনলাইন সরাসরি মতবিনিময়ের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে তিনটি মতবিনিময় সভা হয় এ নিয়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের মতামত গ্রহণ করে প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সব মতামত আইনগত বাস্তবতার নিরিখে গুরুত্বসহকারে পর্যালোচনা করে খসড়াটি পুনর্মূল্যায়ন পরিমার্জনের কাজ চলছে।

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ পর্যন্ত কলেজের শিক্ষা প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর