পঞ্চগড়ে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে প্রাচীর নির্মাণ করার খবর পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকারের আশায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তহিমা খাতুন। সোমবার বানিয়াপাড়া মিডিয়া ক্যানভাসে এ সংবাদ সম্মেলন হয়। ভুক্তভোগী আটোয়ারী উপজেলার ছোটদাপ এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।
সংবাদ সম্মেলনে তহিমা বলেন, আমার স্বামী সেনাবাহিনীতে চাকরি করেন। তিনি বাড়িতে না থাকায় আমাদের ক্রয়কৃত জমিতে ডা. বাহারামের সহযোগী আইবুলসহ তার দলবল নিয়ে চলাচলের রাস্তায় ইট দিয়ে বাউন্ডারি নির্মাণের কাজ শুরু করেছে। আমি বাধা দিতে গেলে অকর্থ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেন তারা। এখন আমি সন্তানসহ নিরাপত্তাহীনতায় ভুগছি।
অভিযুক্ত আইবুল হক জানান, জমি তাদের নাই। তারপরও পাঁচ ফুট রাস্তা ছেড়ে দিয়ে প্রাচীর নির্মাণ করছি। তাদের জামাইয়ের মাইক্রোবাস প্রবেশের জন্য আরো বেশি জায়গা লাগে।
বিডি২৪অনলাইন/সি/এমকে