সদ্য ঘোষিত পঞ্চগড় পৌর ও পঞ্চগড় সদর উপজেলা যুবদলের কমিটিকে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। রোববার পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে পঞ্চগড় পৌর ও পঞ্চগড় সদর উপজেলা যুবদলের ত্যাগী, নির্যাতিত নেতৃবৃন্দের ব্যানারে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৩ নভেম্বর পঞ্চগড় সদর উপজেলা ও পৌর যুবদলের কেন্দ্র থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫ সদস্যের একটি কমিটি দেওয়া হয়েছে। এ কমিটি মুলত একটি পকেট কমিটি। একতরফাভাবে কমিটি অনুমোদন করে ঘোষণা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে দলের গঠনতন্ত্র মানা হয়নি। এখানে ত্যাগী ও বিগত দিনে আন্দোলন সংগ্রামে অংশ নেওয়া এবং নির্যাতিতদের বঞ্চিত করা হয়েছে। যাদের দিয়ে কমিটি করা হয়েছে, তারা কখনো যুবদলের রাজনীতিতে জড়িত ছিল না। তারা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে ছিল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চগড় পৌর যুবদলের সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুর ইসলাম দীপু। অবিলম্বে এ কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের নিয়ে কমিটির দাবি জানিয়ে দীপু বলেন, আগামী তিনদিনের মধ্যে এ কমিটি বিলুপ্ত না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সদর উপজেলা যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক বশিরুল ইসলাম, পৌর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক ময়নুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন সংবাদ সম্মেলনে।
বিডি২৪অনলাইন/সি/এমকে