এখনও গ্রেফতার হয়নি সাবেক মহিলা দলের নেত্রী রহিমা রেজা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৫

প্রায় দুই সপ্তাহ আগে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও এখনো গ্রেফতার হয়নি পাবনার চাটমোহর উপজেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক  সম্পাদক  রহিমা রেজা। ফৌজদারি আইনের ১৪৩/৩২৩/ ৩০৭/ ৩৫৪/ ৩৮২/ ৩৪ ধারায় মামলার পরিপ্রেক্ষিতে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুড়ি সরকার নামে আরেক নারীর নামেও একই ধারায় মামলার পরিপ্রেক্ষিতে একই দিনে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। মামলাটি হয়েছে আদালতে।

এদিকে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুরুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, গ্রেফতারি পরোয়ানা তার হাতে পৌঁছায়নি। গ্রেফতারি পরোয়ানা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা বলছে, ফৌজদারি মামলায় বেআইনি সমাবেশের ক্ষেত্রে ১৪৩ ধারা, সাধারণ আঘাত করার ক্ষেত্রে  ৩২৩ ধারা, খুন করার চেষ্টার বেলায় ৩০৭ ধারা, নারী ও সম্মানহানি করার উদ্দেশ্যে আঘাত করার ক্ষেত্রে ৩৫৪ ধারা, একটি অপরাধ সংঘটনের জন্য সাধারণ উদ্দেশ্য নিয়ে কাজ করার জন্য ৩৪ ধারা ও চুরি বা ডাকাতি করার ক্ষেত্রে ৩৮২ ধারা প্রয়োগ করা হয়।  দোষী সাব্যস্ত হলে কারাদন্ড, অর্থদন্ড বা উভয় দণ্ড হতে পারে আসামির।

প্রাপ্ত তথ্য বলছে, গত ৭ অক্টোবর গ্রেফতারি পরোয়ানাটি জারি করা হয়েছে পাবনার বিজ্ঞ আমলী আদালত-  থেকে। রহিমা রেজা  শহরের বালুচর মহল্লার বাসিন্দা সেলিম রেজার স্ত্রী।  বুড়ি সরকার মধ্যশালিখা মহল্লার কোবাদ আলীর মেয়ে। বুড়ি সরকারও মহিলা দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে সূত্রে জানা গেছে। তবে তার পদ-পদবী সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।  

 

 



মন্তব্য
জেলার খবর