প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আড়াই ঘণ্টার বৈঠকে দুই ঘণ্টা নিশ্চুপ ছিলেন সিইসি, এ সময়ে কোনো কথা বলেননি তিনি।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক হয়।
শাপলা প্রতীকের ব্যাপারে অদৃশ্য শক্তির হাত রয়েছে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, শাপলা প্রতীক হিসেবে নিতে আইনি বা রাজনৈতিক বাধা নেই। শাপলা কেন দেওয়া হবে না, সেটা নিয়ে নির্বাচন কমিশনও কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেননি।
মুখ্য সমন্বয়ক জানান, নির্বাচন কমিশনের সামনে দুটি পথ আছে- হয় প্রতীক দিতে হবে নয়তো ধান, সোনালী আঁশ তারা বাদ দিতে হবে। এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন মানবে না। এ নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হলে দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে