দেশে সোনার বাজারে দর নিয়ে অস্থিরতা বিরাজ করছে। কিছু দিন পর পর নতুন করে দর ওঠানামা করছে। এতে স্বর্ণালঙ্কার বেচাকেনার বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন ভোক্তারা। প্রতিবারই নতুন দর নির্ধারণের কারণের ব্যাপারে আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামের সমন্বয় করার কথা জানানো হয়েছে। এর মধ্যে নতুন করে বুধবার আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। নতুন দরে প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৯০৫ টাকা পর্যন্ত বেড়েছে দাম।
বুধবার (৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দর ঘোষণা করেছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম কার্যকর করার কথা বলা হয়েছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, নতুন দরে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ১০০ টাকা। এ দর দেশের ইতিহাসে এখন পযন্ত সর্বোচ্চ। এছাড়া প্রতি ভরি সোনার দাম ২১ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে সোনার দামের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে প্রতি ভরি রুপা ২২ ক্যারেট ৪ হাজার ৯৮১ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৩ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিকভাবে স্বর্ণের প্রতি বিনিয়োগ বাড়ছে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ডলারের দামের ওঠানামার কারণে। এর প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে