ক্রয়ের ক্ষেত্রে দুর্নীতি দূর হবে নৈতিকতার জাদুতে

নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৫

ক্রয়ের ক্ষেত্রে সততা নৈতিকতার জাদুতেই দুর্নীতি দূর হবে বলে মন্তব্য করেছেন  ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। তিনি  বলেছেন, সরকারি ক্রয় ব্যবস্থাপনা কেবল একটি প্রশাসনিক কাজ নয়; এটা  সুশাসন, স্বচ্ছতা এবং জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি। নিয়ম-নীতি মেনে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ক্রয় কার্যক্রম সম্পাদন করতে পারলে উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, মানসম্মত টেকসইভাবে বাস্তবায়ন সম্ভব হবে।

বুধবার ( অক্টোবর) ঢাকায় ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

e-GP (Electronic Government Procurement) চালু করে সরকারি ক্রয়ে সরকার এক যুগান্তকারী পরিবর্তন এনেছে উল্লেখ করে সিনিয়র এ সচিব আরও বলেন, দরপত্র আহ্বান থেকে শুরু করে মূল্যায়ন চুক্তি সম্পাদন পর্যন্ত সবকিছুই এখন অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে।  এতে সময়, ব্যয় এবং অনিয়ম সবকিছুই উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি  এখন আমাদের প্রয়োজন নৈতিকতা, দক্ষতা এবং সততার সমন্বয়। কেননা নীতিগত দুর্বলতা থাকলে কোনো সিস্টেমই শতভাগ কার্যকর হতে পারে না।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর