২০১৪ সালের ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে ট্যাক্স কর্তন বাধ্যতামূলক। কিন্তু সরকারি অনেক বড় বড় কর্মকর্তা-কর্মচারী আছেন, যাদের বেতন করযোগ্য হলেও ট্যাক্স কাটেন না তারা। এমনকি এনবিআর-আইআরডিতেও বড় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীও বেতন থেকে ট্যাক্স কর্তন করা হয় না। এ বিষয়ে মন্ত্রণালয়ের সব সচিবকে ডিও লেটার দেওয়া হয়েছে যেন অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, ট্যাক্স কর্তন করা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানী ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে বিষয়টি জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি আরও জানান, এখন আইবাস সিস্টেমে সরকারি চাকুদের বেতন-ভাতা হয়, ফলে ট্যাক্স কাটার বিষয়টি ট্র্যাক করা খুবই সহজ। এতে দেখা গেছে প্রতিটি মন্ত্রণালয়ে অনেক বড় সংখ্যক কর্মকর্তা-কর্মচারী আছেন, যাদের আয় করযোগ্য হলেও তারা মাসে মাসে বেতন থেকে ট্যাক্স কাটছেন না। দেশের সবচেয়ে সচেতন ও গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী, তারা পর্যন্ত ঠিকমতো কমপ্লাই করেন না। অথচ এটা খুবই সহজ।
আবদুর রহমান খান জানান, বেতন থেকে ট্যাক্স কর্তন খুবই সহজ। তারা যখন দেখবেন, বেতন থেকে ট্যাক্স কাটা হয়নি, তখন তারা বিল প্রসেস করবে না।
বিডি২৪অনলাইন/ইএমকে/এমকে