শাপলা প্রতীক চেয়ে ফের ইসিকে চিঠি

নিজস্ব প্রতিবেদক
০৭ অক্টোবর ২০২৫

দলীয় প্রতীক হিসেবে শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে  ফের  চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার ( অক্টোবর)  ইসি সচিবের কাছে চিঠিটি পাঠিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

চিঠিতে একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে প্রতীক নিয়ে হওয়া আলোচনার ধারাবাহিকতা তুলে ধরেছে এনসিপি। সেই সঙ্গে বলছে, এটি ব্যতীত ইসির দেওয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা তাদের পক্ষে সম্ভব নয়। চিঠিতে ইসির কাছে ৭টি নমুনা আঁকিয়ে পাঠিয়েছে দলটি।

এর আগে, গত ২২ জুন নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে  আবেদন করে এবংশাপলা প্রতীক সংরক্ষণের আবেদন জানায় এনসিপি। পরবর্তীতে আগস্ট এনসিপি প্রতীক সংরক্ষণের ক্রম হিসেবে . শাপলা, . সাদা শাপলা এবং . লাল শাপলা পছন্দ করে চিঠি পাঠায় ইসিতে।

এনসিপি আশা করছে, ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালার বিধি () সংশোধনক্রমে নির্বাচন কমিশন এনসিপিকে . শাপলা, . সাদা শাপলা, এবং . লাল শাপলা থেকে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করবে।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর