স্কুলমাঠে জলাবদ্ধতা, সংস্কার দাবি শিক্ষক-শিক্ষার্থীরা ও এলাকাবাসীর

সাজেদুর রহমান সাজ্জাদ, গুরুদাসপুর
২৫ সেপ্টেম্বর ২০২৫

নাটোরের গুরুদাসপুরের পোয়ালশুড়া-পাটপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ধানসিঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি সংস্কারের অভাবে স্থায়ী জলাবদ্ধতায় রুপ নিয়েছে। এতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সংকট সমাধানের দাবিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মানববন্ধন করেছেন  শিক্ষক-শিক্ষার্থীরা ও এলাকাবাসী

মাঠ সংস্কারের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন- ওই হাইস্কুল পরিচালনা পর্ষদের সভাপতি জিয়াউর রহমান, প্রধান শিক্ষক আব্দুল আলীম প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আঞ্জুয়ারা খাতুন, প্রাক্তন শিক্ষার্থী মো. রকি স্বপন আলী।

স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী আফরিন সুলতানা, দশম শ্রেণির স্বাধীন মন্ডলসহ অনেকে জানান, সামান্য বৃষ্টিতেই ডুবে যায় তাদের খেলার মাঠ। পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় মাস জলাবদ্ধ থাকে। এতে খেলাধুলার অনুপোযোগী হয়ে থাকে মাঠটি। তপ্ত দুপুরে মাঠে জমে থাকা গরম পানি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। নষ্ট হচ্ছে স্কুলের স্বাভাবিক পরিবেশ। নোংরা ও কাদাপানি পেরিয়ে এবং মশা-মাছির কামড় উপেক্ষা করে স্কুলে ক্লাস করতে হচ্ছে। দ্রুত খেলার মাঠটি সংস্কারের দাবি জানান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, ওই স্কুলের মাঠ সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিগগিরই স্কুলটির নতুন ভবন নির্মাণ হবে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর