গুরুদাসপুরে যুব ব্লাড ডোনার এসোসিয়েশনের বৃক্ষরোপন

সাজেদুর রহমান সাজ্জাদ, গুরুদাসপুর
২৫ সেপ্টেম্বর ২০২৫

গুরুদাসপুর যুব ব্লাড ডোনার এসোসিয়েশন- এর উদ্যোগ নাটোরের গুরুদাসপুর উপজেলা বন বিভাগের সহায়তায় বিলশা এলাকায় মা জননী সেতুর দুই পাড়ে বৃক্ষরোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।  এ সময় গুরুদাসপুর যুব ব্লাড ডোনার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সৈকত হোসেন শুভ,গুরুদাসপুর উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহসাধারণ সম্পাদক কে.এম রাকিবুল ইসলাম, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোক্তা এবং  বেড় মানবিক সংগঠনের সংগঠক মো. শরিফুল ইসলাম, যুবদল নেতা মো. মাজিদুল ইসলাম, মো. মশিউর রহমান মিঠু ছাড়াও বিভিন্ন মানবিক সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন- পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এমন উদ্যোগ শুধু প্রকৃতি নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও সুরক্ষা দেবে।

আয়োজকরা বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে প্রত্যেকেরই গাছ লাগানো উচিত। সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ পরিবেশ সংরক্ষণে অনন্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সমাজ সচেতনা মানুষেরা।

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর