৬ বিভাগে বিএনপি এগিয়ে

নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে জরিপ করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। তাদের জরিপে অংশগ্রহণকারীদের উত্তরে দেশের বিভাগের মধ্যে ৬টিতেই এগিয়ে রয়েছে বিএনপি। বাকি দুই বিভাগের মধ্যে একটিতে জামায়াতে ইসলামী ও অপরটিতে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ  এগিয়ে রয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়েছিল- আগামী নির্বাচনে ভোটাররা কাকে ভোট দেবেন।

বুধবার ( ২৪ সেপ্টেম্বর)  রাজধানী ঢাকার আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস মিলনায়তনেজনগণের নির্বাচন-ভাবনা শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফল প্রকাশ অনুষ্ঠানে তথ্য জানানো হয়। জরিপটি পরিচালনায় ইনোভেশন কনসাল্টিংকে  যৌথভাবে সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম বাংলাদেশ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (বিআরএআইএন)

গত থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশে ৬৪ জেলার ৫২১টি ওয়ার্ডে জরিপ চালানো হয়। জরিপে ১০ হাজার ৪১৩ জন ভোটার  অংশ নেন। এর মধ্যে হাজার ৬৭৩ জন  নির্বাচনে কাকে ভোট দেবেন, সে সিদ্ধান্ত নিয়েছেন এবং জরিপের মধ্যে প্রকাশ করেছেন।

জরিপে বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, চট্টগ্রাম রাজশাহী বিভাগে বিএনপি এগিয়ে রয়েছে। এসব বিভাগে ৪০ দশমিক শতাংশ, ৪৫ দশমিক শতাংশ, ৪৪ দশমিক শতাংশ, ৪৩ দশমিক শতাংশ, ৪১ দশমিক শতাংশ এবং ৪৪ দশমিক শতাংশ ভোটার বিএনপিকে সমর্থন করেছেন যথাক্রমে। ওদিকে জামায়াতে ইসলামী এগিয়ে আছে রংপুর বিভাগে, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৩ দশমিক শতাংশ উত্তরদাতার সমর্থন রয়েছে দলটির প্রতি।  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এগিয়ে আছে বরিশাল বিভাগে।  ৩১ দশমিক শতাংশ উত্তরদাতা দলটিকে সমর্থনে দিয়েছেন।

জরিপে ৪১ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। মার্চে হার ছিল  ৪১ দশমিক ৭০ শতাংশ। জামায়াতে ইসলামীর ক্ষেত্রে হার হয়েছে ৩০ দশমিক ৩০ শতাংশ, গেল মার্চে ছিল ৩১ দশমিক ৬০ শতাংশ। আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলেছেন ১৮ দশমিক শতাংশ উত্তরদাতা, গত মার্চে হার ছিল ১৪ শতাংশ। এনসিপির ক্ষেত্রে দশমিক ১০ শতাংশ থেকে কমে দশমিক ১০ শতাংশ; জাতীয় পার্টির ক্ষেত্রে শতাংশ থেকে দশমিক ৯০ শতাংশ হয়েছে। ইসলামী আন্দোলনকে ভোট দিতে আগ্রহীর সংখ্যা মার্চের দশমিক ৫০ শতাংশ থেকে বেড়ে দশমিক ১০ শতাংশ হয়েছে।

আগামীর সরকার গঠনে সবচেয়ে যোগ্য দল সংক্রান্ত প্রশ্নের উত্তরদাতাদের ৩৯ দশমিক শতাংশ  বিএনপির পক্ষে, ১৭ দশমিক শতাংশ আওয়ামী লীগকে, ২৮ দশমিক শতাংশ জামায়াতকে, দশমিক শতাংশ এনসিপিকে এবং ১০ দশমিক শতাংশ অন্যান্য দলের পক্ষে মত দিয়েছেন।

 

বিএনপি/আরডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর