আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে জরিপ করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। তাদের জরিপে অংশগ্রহণকারীদের উত্তরে দেশের ৮ বিভাগের মধ্যে ৬টিতেই এগিয়ে রয়েছে বিএনপি। বাকি দুই বিভাগের মধ্যে একটিতে জামায়াতে ইসলামী ও অপরটিতে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ এগিয়ে রয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়েছিল- আগামী নির্বাচনে ভোটাররা কাকে ভোট দেবেন।
বুধবার ( ২৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস মিলনায়তনে ‘জনগণের নির্বাচন-ভাবনা’ শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। জরিপটি পরিচালনায় ইনোভেশন কনসাল্টিংকে যৌথভাবে সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (বিআরএআইএন)।
গত ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশে ৬৪ জেলার ৫২১টি ওয়ার্ডে এ জরিপ চালানো হয়। জরিপে ১০ হাজার ৪১৩ জন ভোটার অংশ নেন। এর মধ্যে ৫ হাজার ৬৭৩ জন নির্বাচনে কাকে ভোট দেবেন, সে সিদ্ধান্ত নিয়েছেন এবং জরিপের মধ্যে প্রকাশ করেছেন।
জরিপে বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে বিএনপি এগিয়ে রয়েছে। এসব বিভাগে ৪০ দশমিক ৮ শতাংশ, ৪৫ দশমিক ৭ শতাংশ, ৪৪ দশমিক ৭ শতাংশ, ৪৩ দশমিক ৩ শতাংশ, ৪১ দশমিক ৯ শতাংশ এবং ৪৪ দশমিক ৪ শতাংশ ভোটার বিএনপিকে সমর্থন করেছেন যথাক্রমে। ওদিকে জামায়াতে ইসলামী এগিয়ে আছে রংপুর বিভাগে, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৩ দশমিক ৪ শতাংশ উত্তরদাতার সমর্থন রয়েছে দলটির প্রতি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এগিয়ে আছে বরিশাল বিভাগে। ৩১ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা দলটিকে সমর্থনে দিয়েছেন।
জরিপে ৪১ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। মার্চে এ হার ছিল ৪১ দশমিক ৭০ শতাংশ। জামায়াতে ইসলামীর ক্ষেত্রে এ হার হয়েছে ৩০ দশমিক ৩০ শতাংশ, গেল মার্চে ছিল ৩১ দশমিক ৬০ শতাংশ। আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলেছেন ১৮ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা, গত মার্চে এ হার ছিল ১৪ শতাংশ। এনসিপির ক্ষেত্রে ৫ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৪ দশমিক ১০ শতাংশ; জাতীয় পার্টির ক্ষেত্রে ১ শতাংশ থেকে দশমিক ৯০ শতাংশ হয়েছে। ইসলামী আন্দোলনকে ভোট দিতে আগ্রহীর সংখ্যা মার্চের ২ দশমিক ৫০ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ১০ শতাংশ হয়েছে।
আগামীর সরকার গঠনে সবচেয়ে যোগ্য দল সংক্রান্ত প্রশ্নের উত্তরদাতাদের ৩৯ দশমিক ১ শতাংশ বিএনপির পক্ষে, ১৭ দশমিক ৭ শতাংশ আওয়ামী লীগকে, ২৮ দশমিক ১ শতাংশ জামায়াতকে, ৪ দশমিক ৯ শতাংশ এনসিপিকে এবং ১০ দশমিক ২ শতাংশ অন্যান্য দলের পক্ষে মত দিয়েছেন।
বিএনপি/আরডিএন/এমকে