ঢাকায় প্রতি মাসে ২০ হত্যাকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৫

গত ১০ মাসে রাজধানী ঢাকায় ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সে হিসাবে প্রতি মাসে গড়ে প্রায় ২০টি হত্যাকান্ড ঘটেছে এ মহানগরীতে। এসব হত্যাকান্ডের ঘটনায় বেশিরভাগের রহস্য উদঘাটন করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) হত্যাকান্ডের সংখ্যা ও রহস্য উদঘাটন সংক্রান্ত তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

সোমবার রাতে পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। এ প্রসঙ্গে তালেবুর রহমান জানান, এ হত্যার ঘটনায় পুলিশ অনুসন্ধান করছে। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুজনকে গ্রেফতারের পর মূল তথ্য জানা যাবে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর