আ.লীগের লকডাউনের দিন গণপরিবহন চলাচল করবে

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৫

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরেরঢাকা লকডাউন’- এর দিনে যথারীতি গণপরিবহন চলাচল করবে। একই সঙ্গে শ্রমিকদের সতর্কভাবে চলাচলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ। তিনি আরও বলেন, কোথাও কোনো বাসে যেন অগ্নিকাণ্ড না ঘটে সেজন্য পরিবহন মালিক এবং প্রতিটি বাস টার্মিনাল সংশ্লিষ্টদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বাসগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করার কথাও বলা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর