ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের আলোচিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলার ঐতিহাসিক রায় সরাসরি দেখতে পাবে গোটা বিশ্ব। এ মামলার বিচারকাজ ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় দেখানো হবে। ফলে ঢাকাবাসী সহজেই এ বিচারকাজ দেখতে পারবে। রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে।
আগামী সোমবার (১৭ নভেম্বর) এ মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করা আছে। চব্বিশের জুলাই গণহত্যার ঘটনায় মামলাটি করা হয়। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় বাকি আসামিরা হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
জানা গেছে, এ মামলায় তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে