শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় সরাসরি দেখবে বিশ্ব

নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৫

 

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের আলোচিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলার ঐতিহাসিক রায় সরাসরি দেখতে পাবে গোটা বিশ্ব। এ মামলার বিচারকাজ ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় দেখানো হবে। ফলে ঢাকাবাসী সহজেই বিচারকাজ দেখতে পারবে। রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

আগামী সোমবার (১৭ নভেম্বর) এ মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করা আছে। চব্বিশের জুলাই গণহত্যার ঘটনায় মামলাটি করা হয়। মানবতাবিরোধী অপরাধের  এ মামলায় বাকি আসামিরা হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

জানা গেছে, এ মামলায় তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যা আশুলিয়ায় লাশ পোড়ানো।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর