আপৎকালীন সময়ের জন্য পর্যাপ্ত ডলার নেই

নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৫

দেশে বর্তমানে যে পরিমাণ ডলার আছে, সেটা  আপৎকালীন সময়ের জন্য পর্যাপ্ত নয়। ডলারের দাম কিছুটা স্থিতিশীল না রাখলে খারাপ প্রভাব পড়বে।  বিষয়টি জানিয়েছেন অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে বিষয়টি জানান। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা আরও বলেন, যারা রেমিট করে তাদের বিষয়টাও দেখতে হবে। কারণ তারাই তো অর্থনীতির চালিকা শক্তি। তিনি জানান, ফরেন এক্সচেঞ্জ শুধু আমদানির জন্য ব্যবহার করা হয়- সেটা মানুষের  ভুল ধারণা। সেভ কিছু না থাকলে বিপদ হবে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর