আপনারা তো সন্ত্রাসী, সাংবাদিকদের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুর

সম্রাট হোসাইন, পঞ্চগড়
২১ সেপ্টেম্বর ২০২৫

সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.তাহমিদুর রহমান। রোববার (২১ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীর তীরে এ ঘটনাটি ঘটে।

সনাতন ধর্মাবলম্বীদের মহালয়ার সংবাদ সংগ্রহে সেখানে গিয়েছিলেন ৬/ জন  স্থানীয় সাংবাদিক। তাদের উদ্দেশ্যে করেই এ কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে এ সংক্রান্ত  একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, বদেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠান উপলক্ষে / জন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে যায়। এ সময় করতোয়া নদীর ঘাটে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মো.তাহমিদুর রহমান সাংবাদিকদের নদী পার হতে বাঁধা দেন। সেই সময়ে নদীতে তিন থেকে চারটি নৌকা চলাচল করছিল এবং নৌকায় মোটরসাইকেলও পারাপার হচ্ছিল। সাংবাদিকরা নৌকায় উঠতে চাইলে তিনি বাঁধা দিয়ে বলেন মোটরসাইকেল নেওয়া যাবে না।

সাংবাদিকরা প্রশ্ন তোলেনযখন অন্যদের মোটরসাইকেল পার হচ্ছে, আমরা কেন নিউজের কাজে যেতে পারব না? এতে তিনি ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন- আপনি আল জাজিরা, বিবিসি বাংলা আর আর্ন্তজাতিক সাংবাদিক হন আর যেই সাংবাদিক হন, তাতে আমার যায় আসে না। যেতে পারবেন না। তাঁর এমন আচরণের সাংবাদিকরা ক্যামরায় রেকর্ড করলেই কিছুক্ষণ পরেই তিনি সাংবাদিকদের উদ্দেশে আরও অশালীনভাবে বলেন, আপনারা সন্ত্রাসী।

৬/৭ জন সাংবাদিকদের মধ্যে একজন ছিলেন বাংলাভিশন টেলিভিশনের সাংবাদিক মোশারফ হোসেন। তিনি বলেন, “ম্যাজিস্ট্রেট আমাদের সাংবাদিক পরিচয় শুনে রেগে গিয়ে বলেন, ‘আল জাজিরা সাংবাদিক হন আর যে সাংবাদিক হন, যেতে পারবেন না। অন্যরা যেতে পারলে আমরা কেন যেতে পারবো না, কথা বলে তিনি আমাদের বলেন, ‘আপনারা তো সন্ত্রাসী।

ব্যাপারে জেলা প্রশাসক সাবেত আলী সাংবাদিকদের জানান, ওই ম্যাজিস্ট্রেটকে আউলিয়ার ঘাটের সার্বিক কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য,২০২২ সালের ২৫ সেপ্টেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়ার ঘাটে, মহালয়া উপলক্ষে শতাধিক যাত্রী বহনকারী নৌকা ডুবে ৭১ জনের মৃত্যু হয়।রোববার মহালয়ায় নৌকায় অতিরিক্ত যাত্রী পারাপার রোধে দায়িত্বে ছিলেন তাহমিদুর রহমান নামের ম্যাজিস্ট্রেট।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর