ভারী বৃষ্টি মাথায় নদীর থেকে স্বোতিবাঁধ অপসারণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫

পাবনার চাটমোহরে ছাওয়ালদহে দেওয়া স্বোতিবাঁধ আবারো অপসারণ করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি মাথায় সেখানে যৌথভাবে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। বর্ষার স্বাভাবিক পানি প্রবাহ বাধা সৃষ্টি করায় এবং পরিবেশ, দেশি প্রজাতির মাছ ও জীব বৈচিত্র্য রক্ষা এবং ভাঙ্গন রোধে এ স্বোতিবাঁধ অপসারণের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

এর আগে গত শনিবার প্রথমবার স্বোতিবাঁধটি অপসারণ করা হয়। কিন্তু পরে  সেখানে আবারো স্বোতিবাঁধ দিয়ে মাছ শিকার করা হচ্ছিল।

এদিকে স্বোতিবাঁধ অপসারণের খবর সামাজিক মাধ্যমে এলে নেটিজেনরা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় স্বোতিবাঁধ দিয়ে মাছ শিকার যেন না হয়, সেজন্য প্রশাসনকে তৎপর থাকার কথা বলছেন তারা।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে  

 



মন্তব্য
জেলার খবর