টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে ১২ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৫

 

দেশে টাইফয়েড জ্বরের প্রাদুর্ভাব প্রতিরোধে আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশে টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সরকার। শিশুদের সুরক্ষায় ইপিআই কর্মসূচির আওতায় বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে এ ক্যাম্পেইনে।

সাধারণ টাইফয়েড প্রতিরোধের পাশাপাশি দিন দিন বেড়ে চলা ওষুধ প্রতিরোধী টাইফয়েডের বিস্তার রোধে এ টিকা কার্যকর ভূমিকা রাখবে। রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে  সাংবাদিকদের তথ্য জানান স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা নিরাপদ কার্যকর। ক্যাম্পেইন শুধু শিশুদের জীবন রক্ষা নয়, দীর্ঘমেয়াদে টাইফয়েডজনিত অসুস্থতা মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা আশা প্রকাশ করে বলছেন, এ টিকাদান কর্মসূচির মাধ্যমে আগামী কয়েক বছরে উল্লেখযোগ্য হারে কমবে টাইফয়েড রোগী। ওষুধ প্রতিরোধী টাইফয়েডের ঝুঁকি যেমন এতে হ্রাস পাবে, তেমনি পরিবার সমাজের ওপর অর্থনৈতিক চাপ কমবে। টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে দেশে টাইফয়েডজনিত মৃত্যু অনেকাংশে কমে আসবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর