পঞ্চগড়ে আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে বিএনপির । শনিবার (৩০ আগষ্ট) পঞ্চগড় ১ আসনের অন্তর্ভুক্ত তিন উপজেলা বিএনপির আয়োজনে চেম্বার অফ কমার্স এর মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা। এ সময় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নির্বাচন ঘিরে তাদের মতামত ব্যক্ত ধরেন।
সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, টিম প্রধান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ন সম্পাদক কাদের হালিমী। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, সদস্য রুবেল পাটোয়ারী, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহদৎ হোসেন রঞ্জু, সাধারন সম্পাদক রেজাউল করিম শাহীন, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম দুলালসহ বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/সি/এমকে