প্রচলিত আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে নাটোরের গুরুদাসপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজী আব্দুল লতিফকে ৬ মাসের বিনাশ্রম জেল দেওয়া হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) সন্ধ্যার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এ দন্ডাদেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কামারপাড়া এলাকায় ওই কাজীর বাড়িতে হানা দেন উপজেলা প্রশাসন। সেখানে কাজী তার অপরাধের কথা স্বীকার করায় এ দন্ডাদেশ দেওয়া হয়। পরে পুলিশে তাকে থানার হাজতখানায় নিয়ে যায়। বৃহস্পতিবার তাকে নাটোর কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
আব্দুর রশিদ, আব্দুল বারী, লিটন হোসেন, মকবুল হোসেনসহ স্থানীয়রা জানান, বাল্যবিয়ে পড়ানোসহ দেনমোহর কমানো-বাড়ানো, ভুয়া রেজিস্ট্রার তৈরী করার অভিযোগও রয়েছে কাজী লতিফের বিরুদ্ধে।
উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী শফিকুল ইসলাম বলেন, আব্দুল লতিফের বাল্য বিয়েসহ নানা অনিয়মে জড়িত থাকার কথা লোকমুখে প্রচলিত ছিলো। কারো অনিয়মের দায়ভার কাজী সমিতি নেবে না।
ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, বাল্যবিয়ের সাথে সংশ্লিষ্টদের ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে