শেরপুরের শ্রীবরদীতে রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে রাণীশিমুল ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে উপজেলা পরিষদের সামনের রাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।
এলাকাবাসী জানানয়, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ পরিষদের অফিসে আসে না। এতে করে ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন- বানিয়াপাড়া এলাকার আবুল হাশেম, ভায়াডাঙ্গা দক্ষিণ পাড়ার রফিকুল ইসলাম, মোল্লাপাড়া এলাকার শামসুল হক ও আবুল হায়াত, ইউপি সদস্য মোস্তাক, মহিলা ইউপি সদস্য কল্পনা নাসরিন ও ছাহেরা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবুজ হত্যার চার্জশিটুক্ত আসামি ও আওয়ামী লীগের ক্যাডার চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ অফিস না করায় জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রশাসেনের কাছে তার অপসারণের দাবি জানান তারা।
বিডি২৪অনলাইন/সি/এমকে