শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন

রিয়াদ আহাম্মেদ, শ্রীবরদী
২৬ অগাস্ট ২০২৫

 

শেরপুরের শ্রীবরদীতে রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে রাণীশিমুল ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে উপজেলা পরিষদের সামনের রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন হয়।

এলাকাবাসী জানানয়, ২০২৪ সালের আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ পরিষদের অফিসে আসে না। এতে করে  ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন- বানিয়াপাড়া এলাকার আবুল হাশেম, ভায়াডাঙ্গা দক্ষিণ পাড়ার রফিকুল ইসলাম, মোল্লাপাড়া এলাকার শামসুল হক আবুল হায়াত, ইউপি সদস্য মোস্তাক, মহিলা ইউপি সদস্য কল্পনা নাসরিন ছাহেরা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবুজ হত্যার  চার্জশিটুক্ত আসামি ও আওয়ামী লীগের ক্যাডার চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ অফিস না করায় জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রশাসেনের কাছে তার অপসারণের দাবি জানান তারা।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর