“একসময় আমরা সবাই বার্ধক্যে উপনীত হবো। স্বাভাবিক চলাচলে ভাটা পরবে। সন্তানরা যার যার কর্মে ব্যস্ত থাকবে। সেই অবেলায় টাকা থাকলেও সেবাদানকারীর অভাব অনুভুত হবে। সেই সময়ের কথা চিন্তা করে মা-বাবাহারা সন্তান হিসেবে প্রবীণদের সেবার মাধ্যমে নিজের বাবা-মাকে খুঁজুন। প্রবীণদের সাথে কিছুটা সময় কাটান। তাদের হাত ধরে কিছুসময় গল্প করুন। আসার সময় হাতটা মাথায় বুলিয়ে দোয়া নিয়ে আসবেন। দেখবেন এর থেকে প্রশান্তির আর কিছু নেই।”
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন। নাটোরের গুরুদাসপুরের খুবজীপুরে প্রবীণ সেবা কেন্দ্রের আয়োজনে শুক্রবার (২২ আগষ্ঠ) ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধনে আসেন স্বাস্থ্যসেবা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আবর আমিরাতের ঢাকায় নিযুক্ত ডিরেক্টর অব ফরেন এইড অফিসার রাসেদ আল মাইল আল জাবি, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর, স্বাস্থ্যের রাজশাহী বিভাগীয় পরিচালক হাবিবুর রহমান, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, বাংলাদেশ এডুকেশন এ্যান্ড টেকনোলজি সোসাইটিট চেয়ারম্যান এনামুল হক খন্দকার, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জের সিভিল সার্জন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ প্রমূখ।
দিনব্যাপী ওই ক্যাম্পে স্ত্রীরোগ, মেডিসিন, হাড়-জোড়, কার্ডিওলোজি, চক্ষু, চর্ম ও শিশুরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় নিবন্ধিত আরো ২ শতাধিক প্রবীণ রোগীকে বিনামুল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেওয়া হয়।
বিডি২৪অনলাইন/সি/এমকে