পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর গনাগছ এলাকায় করতোয়া নদী থেকে ৫টি ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল আটক করেছে প্রশাসন৷ ড্রেজার মেশিন দিয়েছে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করা হচ্ছিল সেখানে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু। এদিকে উপজেলা প্রশাসনের লোকজন আসার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা। পরে মালামালগুলো তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান। নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে