যুক্তরাজ্য থেকে তিন কার্গো এলএনজি আনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
১৯ অগাস্ট ২০২৫

দেশের জ্বালানি চাহিদা মেটাতে যুক্তরাজ্য থেকে তিন কার্গো এলএনজি কেনার হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৪২ কোটি লাখ ৯৬ হাজার ৩৮৮ টাকা।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে  সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন।

জানা গেছে, জ্বালানি খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট হতে এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বৈঠকে।  যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি দাম পড়বে ১১.৪৪ মার্কিন ডলার। আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে একইভাবে যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে এক কার্গো এলএনজি কেনা হবে। এক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজি দাম পড়বে ১১.৩৪ মার্কিন ডলার।  একই প্রক্রিয়ায় আরও এক কার্গো  যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে কেনা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে তাদের ১১.৫৪ মার্কিন ডলার।

 

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর