টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ চায়না দুয়ারি জালের কারিগরকে পাঁচশ টাকা জরিমানাসহ একবছর কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে পাঁচ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল ভ্রাম্যমাণ আদালতের আদেশে ধ্বংস করা হয়েছে। সোমবার (১৮ ই আগস্ট ) দুপুরে উপজেলার ফলদা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.আবু আবদুল্লাহ খান। দন্ডিত কারিগর হচ্ছেন ফলদা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমান।
সরেজমিনে জানা যায়, আব্দুর রহমান তার লাকড়ির মিলের আড়ালে নিষিদ্ধ দুয়ারি জাল তৈরি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার ও পুলিশসহ সেই মিলে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। সেখানে জাল তৈরি করার সময় হাতেনাতে আব্দুর রহমানকে আটক করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার জানান, কিছু অসাধু ব্যক্তি অবৈধ চায়না দুয়ারি জাল দিয়ে পোনা মাছ ধরছে— এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। পরে জনসম্মুখে ওই জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, অবৈধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করায় নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ বিলুপ্ত হতে বসেছে। বাজারে নতুন আসা এসব জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর।
বিডি২৪অনলাইন/সি/এমকে