১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
১৭ অগাস্ট ২০২৫

চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে দেশে ১২৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ প্রায় আড়াই বিলিয়ন ডলার ছাড়ানোর আশা করছেন সংশ্লিষ্টরা।

রেমিট্যান্স সংক্রান্ত তথ্য রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে। ১৬ দিনে আসা রেমিট্যান্সের ডলারকে  দেশীয় মুদ্রায় বিনিময় করলে এর পরিমাণ দাঁড়ায় ১৫ হাজার ৪২০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর হুন্ডি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে রেমিট্যান্সে ধারাবাহিকতা এসেছে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসা রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরিয়ে দিয়েছে।

এর আগে গেল জুলাই মাসে মোট রেমিট্যান্স এসেছিল ২৪৮ কোটি মার্কিন ডলার।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর