পেঁয়াজ ও ডিম নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
১৬ অগাস্ট ২০২৫

শ্রাবণ মাসের প্রায় টানা বৃষ্টির প্রভাব পড়েছে কাঁচাবাজারে। গত কয়েক দিন ধরে বাড়ছে সব ধরনের সবজি দাম। এর সঙ্গে বাড়ছে পেঁয়াজ ও ডিমের দামও। মাসের ব্যবধানে প্রায় দ্বিগুন হয়েছে নিত্যপণ্য পেঁয়াজের দর। ফলে পেঁয়াজ ও ডিমের পেছনে বাড়তে অর্থ গুনতে হচ্ছে ভোক্তাকে। বাজার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। ডিমের ডজন এখন ১৪৫ টাকা। সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। 

ঢাকার বাজার তথ্য বলছে, মোহাম্মদপুর টাউন হল মার্কেটে ফার্মের মুরগির এক ডজন ডিমের (লাল) দাম ১৪৫ টাকা। গত সপ্তাহে এর দর ছিল এখনকার চেয়ে ২০ টাকা কম। ডিমের ডজন পাড়া-মহল্লায় আরেকটু বেশি দামে, বিক্রি হচ্ছে ১৫০ টাকা পর্যন্ত। ফার্মের মুরগির ডিম (সাদা) ডজনপ্রতি ১০ টাকা কমে পাওয়া যাচ্ছে। একই বাজারে প্রতিকেজি পেঁয়াজ কেনাবেচা হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা দরে।  এর দর গত সপ্তাহের চেয়ে ২০ থেকে ২৫ টাকা বেশি।  পাড়া-মহল্লায় খুচরা দোকানে দাম আরেকটু বেশি নেওয়া হচ্ছে। সেখানে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৯৫ টাকা পর্যন্ত। তবে বাজারভেদে দামের ভিন্নতা দেখা গেছে।

ডিম ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে একশ পিস ডিম ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে ১২০০ থেকে ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে। সি হিসাবে সপ্তাহের ব্যবধানে ৫০ থেকে ১০০ টাকা দাম বেড়ে গেছে ইতোমধ্যে। ডিম উৎপাদনের ব্যয় বেড়েছে, এখন ডিমের সরবরাহ কিছুটা কম- এসব কারণে দাম বেড়েছে।

পেঁয়াজ ব্যবসায়ীরা, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সারা বছর পেঁয়াজের দাম আগের বছরগুলোর তুলনায় অনেক  কম গেছে। দাম নিয়ন্ত্রণের মধ্যে ছিল। কিন্ত গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দামটা একটু বেড়েছে। এখন মৌসুমও না,  সরবরাহ কম হওয়ার কারণে পেঁয়াজের দাম বেড়েছে।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর