রিজার্ভ বেড়ে এখন ৩১ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
১৪ অগাস্ট ২০২৫

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবে রিজার্ভের পরিমাণ এখন ২৫.৮২ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গত ১০ আগস্ট পর্যন্ত দেশে রিজার্ভ ছিল প্রায় ৩০.২৫ বিলিয়ন ডলার। আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম- অনুযায়ী রিজার্ভ ছিল ২৫.৩২ বিলিয়ন ডলার। এর আগে গত আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০ বিলিয়ন ডলার এবং  আইএমএফ’র  বিপিএম- অনুযায়ী ছিল ২৪.৯৮ বিলিয়ন ডলার।

রিজার্ভের মধ্যে নিট রিজার্ভ গণনা হয় আইএমএফের বিপিএম- পরিমাপ অনুসারে। দেশের মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দেনা বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর