দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবে রিজার্ভের পরিমাণ এখন ২৫.৮২ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গত ১০ আগস্ট পর্যন্ত দেশে রিজার্ভ ছিল প্রায় ৩০.২৫ বিলিয়ন ডলার। আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫.৩২ বিলিয়ন ডলার। এর আগে গত ৪ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০ বিলিয়ন ডলার এবং আইএমএফ’র বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৪.৯৮ বিলিয়ন ডলার।
রিজার্ভের মধ্যে নিট রিজার্ভ গণনা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। দেশের মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দেনা বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে