টাঙ্গাইল থানার নাশকতা মামলায় জেলার ভূঞাপুর উপজেলা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ভূঞাপুর উপজেলার চুকাইনগর গ্রামের মৃত শামীমের ছেলে সাগর খান শিরণ (৩৬), কুতুপপুর গ্রামের চাঁদ মিয়ার ছেলে মহির উদ্দিন (৬৩) ও পূর্ণবাসন গ্রামের মৃত দুখা শেখের ছেলে মোশারফ হোসেন (৫৫)।
এদের মধ্যে শিরণ উপজেলার অর্জুনা ইউনিয়ন পরিষদের আ.লীগ সমর্থিত ইউপি সদস্য, মহির উদ্দিন পৌর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ও মোশারফ হোসেন নিকরাইল ইউনিয়ন ওয়ার্ড আ.লীগের সভাপতি।
ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, টাঙ্গাইল থানার নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। বিধি অনুযায়ী তাদের বৃহস্পতিবার (১৪ আগস্ট) টাঙ্গাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে