পঞ্চগড়ে পরিচ্ছন্নতা কর্মী পদে হরিজন সম্প্রদায়ের লোককে নিয়োগ না দিয়ে হিন্দু ও মুসলমানকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে হরিজন বাসফোর ঐক্য পরিষদ। মঙ্গলবার (১২ আগষ্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এর আগে জেলা জর্জ কোর্টের সামনে থেকে বিক্ষোভ নিয়ে সেখানে অবস্থান নেয় তারা।
চাকুরি প্রার্থী চাদনি রানী বাসফোর বলেন, নিয়ম অনুযায়ী আবেদন করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। ১৭ জন প্রার্থীর মধ্যে আমি একাই হরিজন নারী প্রার্থী। তারপরও আমাকে না দিয়ে হিন্দু ও মুসলমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ বন্ধ করে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক।
হরিজন বাসফোর ঐক্য পরিষদ পঞ্চগড়ের সভাপতি রামু বাসফোর বলেন, আমাদের ভাই-বোনরা পরীক্ষা দিয়েছিল। কিন্তু একজনকেও চাকুরি দেয়া হয়নি। এর আগে আমরা পরীক্ষা ছাড়া নিয়োগ পেয়েছি। নীলফামারীতে আমাদের লোকদের সাথে কথা হয়েছে। সেখানে থাকাকালীন হরিজন সম্প্রদায়ের লোককে না নিয়ে অন্য ধর্মের লোককে নিয়েছিলেন পঞ্চগড়ের এ জেলা প্রশাসক। সেখানেও মানববন্ধন হয়েছিল।
মানববন্ধনে বক্তব্য দেন- হরিজন বাসফোর ঐক্য পরিষদের সাধরন সম্পাদক ডালিম বাসফোর, ছবিতা বাসফোর, চন্দন লাল বাসফোর প্রমূখ। তারা বলেন, বাংলাদেশে বংশ পরম্পরায় আদি পেশাজীবি হিসেবে পরিচ্ছন্নতার কাজ এই জনগোষ্ঠী করে আসছে। পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন কর্মী হিসেবে নগরের পবিত্র দায়িত্ব পালন করে আসছে তারা। কিন্তু বেঁচে থাকার নূন্যতম অধিকার থেকে হরিজনরাই বঞ্চিত। জাত পেশা হিসেবে এই কাজে হরিজনদের অগ্রাধিকার থাকা শর্তেও সর্বক্ষেত্রে আমরাই বঞ্চিত হচ্ছি। বিভিন্ন কারণে বিকল্প পেশায়ও আমাদের যাওয়া সম্ভব হয় না। বৃহত্তর সমাজে আমরা ঘৃণা,বৈষম্য ও অবহেলার শিকার হচ্ছি। সম্প্রতির নিয়োগটি বাতিল করে আমাদের নিয়োগ দেওয়া হোক। না হয় আমাদেরকে মাদক বিক্রির লাইসেন্স দেওয়া হোক।
বিডি২৪অনলাইন/সি/এমকে