ভূঞাপুরে নানা আয়োজনে যুব দিবস উদযাপিত

সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর
১২ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলের ভূঞাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উপযাপন করা হয়েছে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস। কর্মসূচির মধ্যে ছিল  বর্ণাঢ্য যুব র‌্যালি, আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, গাছের চারা রোপন  এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে  বর্ণাঢ্য যুব র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। এরপর অডিটোরিয়াম  আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রশাসক মো. আবু আব্দুল্লাহ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা য্বুদলের আহবায়ক খন্দকার জুলহাস উদ্দিন, পৌর জামাতের সাধারণ সম্পাদক নুরুর রহমান তালুকদার সেলিম, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান ভূঞাপুর শিল্পকলা একাডেমীর সামনে দুটি গাছের চারা রোপন করেন।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 

 

 

 



মন্তব্য
জেলার খবর