পঞ্চগড় সদর উপজেলার মালাদাম বাজার হতে নলেহাপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক জুড়ে ছিল খানাখন্দে ভরা। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে সড়ক কাঁদাপানির কারণে সেই অংশে চলাচলে ভোগান্তি বেড়ে যায় কয়েকগুন। এতে ওই এলাকার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগের শেষ ছিল না। এমন পরিস্থিতিতে ভোগান্তি লাঘবে মালাদাম আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকেরা সড়কের কাঁদা সড়িয়ে ও খানাখন্দ বালু ভরাট করে যানবাহন চলাচলের উপযোগী করে গড়ে তোলে। সোমবার (১১ আগষ্ট) দুপুরে স্কুলের টিফিন পিরিয়ডে এ কাজটি করে তারা।
এদিকে শিক্ষক ও শিক্ষার্থীদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই সড়কে চলাচলকারী ভুক্তভোগীরা। সেই সঙ্গে সড়কটি পাকা করার দাবি জানিয়েছেন তারা।
মালাদাম আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী জুই আক্তার জানায়, সড়কটি দিয়ে বিদ্যালয়ে আসতে খুব কষ্টের মুখোমুখি হচ্ছি আমরা। কাদার কারণে সড়ক দিয়ে হাটা যায় না। তারপরে যেখানে-সেখানে বড় বড় গর্ত। আমরা অনেক সময় পড়ে গেলে বই ভিজে যায়।
বুড়িরবান এলাকার বাসিন্দা প্রসন্ন চন্দ্র রায় বলেন, সড়কটি দিয়ে অন্তত তিনটি ইউনিয়নের ২০ হাজারের বেশি মানুষ যাতায়াত করেন। প্রতিদিন স্থানীয় ময়দানদিঘী বাজারে কৃষিপণ্য নিতে ভোগান্তি পোহাতে হয়। ভ্যানে করে পণ্য নেওয়া যায় না।
মালাদাম আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে ইউপি সদস্য ও বিদ্যালয়ে থেকে আমরা সড়কের সংস্কারে একাধিকবার কাজ করেছি। কিন্তু সড়কটিতে কোনভাবেই খানাখন্দ বন্ধ করা যাচ্ছে না। তাই অতি দ্রুত সড়কটি পাকা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ধাক্কামারা ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, সড়কটি প্রতিবছরই ইউনিয়ন পরিষদ থেকে সংস্কার করা হচ্ছে। তবুও খানাখন্দ বন্ধ করা যাচ্ছে না। মানুষ অনেক কষ্ট করে সড়কটি দিয়ে চলাচল করছেস। সড়কটি পাকা করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বিডি২৪অনলাইন/সি/এমকে