শেরপুরের শ্রীবরদীতে পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে জীবন্ত মাটিচাপা দেওয়ার চেষ্টার ঘটনার ভিডিও ভাইরাল হওয়া বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন শেরপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। রোববার (১০ আগস্ট) পক্ষাঘাতগ্রস্ত ওই মহিলার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
জানা গেছে, উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার সংলগ্ন গ্রামের ওই দম্পতির সঙ্গে ভিডিও কলে কথা বলেন সাবেক এমপি রুবেল। এ সময় তাদের জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে চিকিৎসা বাবদ দেওয়া হচ্ছে এ নগদ অর্থ। এ সময় ওই দম্পতির বাড়িতে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা রিনা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সিনিয়র সহসভাপতি চাঁদনী বেগম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান লিটন, কাকিলাকুড়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি মেসিরন বেগম, সাধারণ সম্পাদক রোজিনা বেগম, মহিলা দলের সদস্য নূরে ইসরাত মাহিন, পারুল বেগম ও জোসনা ইয়াসমিন প্রমুখ।
বিডি২৪অনলাইন/সি/এমকে