অডিট আপত্তি ঠেকাতে উৎকোচ তহবিল গঠন অধ্যক্ষের

সম্রাট হোসাইন,পঞ্চগড়
১০ অগাস্ট ২০২৫

কলেজের অনিয়ম-দুর্নীতিসহ নানা অপকর্ম যেন অডিট আপত্তিতে অন্তর্ভূক্ত না হয়, সে জন্য শিক্ষা পরিদর্শকদের উৎকোচ দেওয়ার জন্য তহবিল গঠন করেন অধ্যক্ষ। আর এ তহবিলের অর্থ আদায় করা হয় শিক্ষক-কর্মচারীদের পকেট থেকে। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে।

এদিকে এ ঘটনার একটা বিহীতের আশায় কলেজটির অধ্যক্ষ মো. ইমদাদুল হকের এ কান্ডের ফিরিস্তি তুলে ধরে সম্প্রতি দুদকে অভিযোগ দিয়েয়েছেন ওই প্রতিষ্ঠানের প্রভাষক রাশেদ রাসেল।

জানা যায়, গত এপ্রিল মাসে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তর থেকে কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ পরিদর্শনে আসেন  সহকারি শিক্ষা পরিদর্শক সোহেল রানা শিক্ষা পরিদর্শক দিদারুল জামান। তারা পরিদর্শন নিরীক্ষা শেষে চলে যান।

এদিকে অধ্যক্ষ তার প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জানান, পরিদর্শকরা ঢাকায় ফিরে দুই লাখ টাকা চেয়েছেন। এ টাকা পাঠালে অডিটে কোন আপত্তি দেখাবে না। এ টাকা সংগ্রহের জন্য প্রতি শিক্ষকের নিকট হতে তিন হাজার, কর্মচারীদের কাছ থেকে এক হাজার ৫০০ টাকা করে আদায় করেন অধ্যক্ষ। প্রতিষ্ঠানটিতে মোট ৩৪ জন শিক্ষক ১৪ জন কর্মচারী রয়েছেন। শিক্ষক ও কর্মচারীর কাছে টাকা উত্তোলনের কিছু অডিও রেকর্ড রয়েছে প্রতিবেদকের হাতে।

প্রভাষক রাশেদ রাসেল বলেন, অধ্যক্ষ কর্তৃক বিধি-বিধান লঙ্ঘন অপকর্মগুলো অডিট রিপোর্ট হতে বাদ দেওয়ার জন্য পরিদর্শকদের উৎকোচ দেওয়ার কথা বলে অধ্যক্ষ অর্থ সংগ্রহ করেন।

অধ্যক্ষ মো. ইমদাদুল হক তার প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীর কাছে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মো. দিদারুল জামালের মুঠোফোনে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিলে তিনি ৩০ মিনিট পরে ফোন দিতে বলেন। কিন্ত পরে আর কল ধরেননি তিনি।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর