গুরুদাসপুরে সাংবাদিকদের মানববন্ধন

সাজেদুর রহমান সাজ্জাদ, গুরুদাসপুর
০৯ অগাস্ট ২০২৫


গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ দ্রুততম সময়ে বিচার দাবিতে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন সমাবেশ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।  শনিবার (৯আগস্ট) থানা মোড় শাপলা চত্তরে ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়।

মানবন্ধন ও সমাবেশে বক্তব্য দেন- চলনবিল প্রেসক্লাবের সভাপতি কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি আলী আক্কাছ, প্রবীন সাংবাদিক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ২৪ অনলাইনের সাজেদুর রহমান সাজ্জাদ, আনন্দ টেলিভিশনের জালাল উদ্দিন, সমকাল এনটিভি অনলাইনের নাজমুল হাসান নাহিদ, আমার সংবাদের আব্দুস সালাম প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, এটি স্বাধীন গনমাধ্যমের জন্য হুমকি স্বরুপ। অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে। সাংবাদিকদের নিরাপত্তা যখন বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাংবাদিক সমাজ এখন উদ্বিগ্ন নিরাপত্তা হীনতায় ভুগছেন। সাংবাদিকদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তুহিনের পরিবারের আর্থিক নিরাপত্তার দায়িত্ব সরকারকে বহন করতেও সমাবেশ থেকে আহবান জানানো হয়।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর