গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও দ্রুততম সময়ে বিচার দাবিতে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। শনিবার (৯আগস্ট) থানা মোড় শাপলা চত্তরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধন ও সমাবেশে বক্তব্য দেন- চলনবিল প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি আলী আক্কাছ, প্রবীন সাংবাদিক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ২৪ অনলাইনের সাজেদুর রহমান সাজ্জাদ, আনন্দ টেলিভিশনের জালাল উদ্দিন, সমকাল ও এনটিভি অনলাইনের নাজমুল হাসান নাহিদ, আমার সংবাদের আব্দুস সালাম প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, এটি স্বাধীন গনমাধ্যমের জন্য হুমকি স্বরুপ। এ অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে। সাংবাদিকদের নিরাপত্তা যখন বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাংবাদিক সমাজ এখন উদ্বিগ্ন ও নিরাপত্তা হীনতায় ভুগছেন। সাংবাদিকদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তুহিনের পরিবারের আর্থিক নিরাপত্তার দায়িত্ব সরকারকে বহন করতেও সমাবেশ থেকে আহবান জানানো হয়।
বিডি২৪অনলাইন/সি/এমকে