দেশে গত জুলাইয়ে মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে সার্বিক মূল্যস্ফীতিও। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৭ শতাংশ আর সাধারণ মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়েছে। যদিও এর আগে দীর্ঘ সময় পর গত জুনে মূল্যস্ফীতিতে স্বস্তি দেখা গেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত বিবিএসের তথ্য বলছে, জুলাইয়ে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশে, যেটা জুনে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ। একইভাবে খাদ্য মূল্যস্ফীতি জুলাই মাসে দাঁড়ায় ৭ দশমিক ৫৬ শতাংশ, এ খাতে জুনে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ। জুনে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৭ শতাংশ ছিল। জুলাইয়ে সেখান থেকে শূন্য দশমিক ০১ শতাংশ বেড়ে হয়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ।
জুলাইয়ে গ্রামাঞ্চলে বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি, বৃদ্ধির হার শূন্য দশমিক ০৯। মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশে। এর মধ্যে ৭ দশমিক ৩৬ শতাংশ খাদ্য মূল্যস্ফীতি ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৩ শতাংশ।
ওদিকে শহরে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ০১ শতাংশ, দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ০৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৫ শতাংশ।
বিডি২৪অনলাইন/এনই/এমকে