চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের রপ্তানি আয়ে ২৪ দশমিক ৯০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ মাসে পণ্য রপ্তানি হয়েছে ৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে আবার সিংহভাগ আয় হয়েছে তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে, পরিমাণে ৩.৯৬ বিলিয়ন মার্কিন ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য বলছে এ কথা। প্রাপ্ত তথ্যমতে, গতবছরের জুলাই মাসে পণ্য রপ্তানি হয়েছিল ৩.৮২ বিলিয়ন ডলার। সে সময়কার তুলনায় গত জুলাই মাসে আরএমজি খাতে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ২৪.৬৭ শতাংশ।
গেল জুলাইয়ে তৈরি পোশাক খাতের মধ্যে নিটওয়্যার রপ্তানি প্রবৃদ্ধি ২৬.০১ শতাংশ বেড়েছে, আয় দাঁড়িয়েছে ২.১৭ বিলিয়ন ডলার। ওভেন পোশাক রপ্তানি ২৩.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৭৮ বিলিয়ন ডলারে। ১৩.২৪ শতাংশ বেড়ে হোম টেক্সটাইলস খাতে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৬৮.০৮ মিলিয়ন ডলারে।
রপ্তানি আয়ের মধ্যে পাট ও পাটজাত পণ্যে রপ্তানি আয় ৪.৯২ শতাংশ বেড়ে ৫৫.৪৪ মিলিয়ন ডলার এবং চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি বেড়ে হয়েছে ১২৭.৩৮ মিলিয়ন ডলার।
কৃষিপণ্য রপ্তানি ১২.৮৬ শতাংশ প্রবৃদ্ধি পেয়ে আয় হয়েছে ৯০.৫০ মিলিয়ন ডলার, হিমায়িত ও জ্যান্ত মাছ রপ্তানি ৪২.৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে আয় দাড়িয়েছে ৪১.২০ মিলিয়ন ডলারে।
এ ছাড়া ইঞ্জিনিয়ারিং পণ্যে ৭৪.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮.২৩ মিলিয়ন ডলার এবং প্লাস্টিক পণ্যে ৭.৪১ শতাংশ প্রবৃদ্ধি পেয়ে ২১.১৬ মিলিয়ন ডলার হয়েছে রপ্তানি আয়।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে