১০ লাখ টাকার বেশি আমানত, ২০ লাখ টাকার বেশি ঋণে রিটার্ন বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
০৩ অগাস্ট ২০২৫

এখন থেকে কেউ ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত রাখলে, ২০ লাখ টাকার বেশি ঋণ নিতে চাইলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের কাগজপত্র ব্যাংকে জমা দিতে হবে। এছাড়া  ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রসহ ২৪টি ব্যাংক সেবার ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি  এ সংক্রান্ত  একটি গেজেট প্রকাশ করেছে আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়। একটি সার্কুলার দিয়ে সব তফসিলি ব্যাংককে বিষয়টি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গেজেট অনুযায়ী, এ ধরণের আর্থিক লেনদেন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর রিটার্ন জমা দিতে হবে। এ ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা না দিলে সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ সেবা দিতে বাধ্য থাকবে না।

গেজেট অনুযায়ী, এসবের বাইরে বড় অঙ্কের সঞ্চয়পত্র কেনা, কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হওয়া, আমদানি-রপ্তানি নিবন্ধন সনদ নবায়ন, ট্রেড লাইসেন্স বা পেশাজীবী লাইসেন্স নবায়ন, জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন এবং গ্যাস বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমেও রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ওদিকে ড্রাগ লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, অগ্নিনির্বাপণ ছাড়পত্র, ট্রলার নৌযানের সার্ভে সার্টিফিকেট, এমনকি স্কুলে শিশুর ভর্তি কিংবা আগ্নেয়াস্ত্র লাইসেন্স গ্রহণের মতো ক্ষেত্রেও রিটার্ন দাখিলের প্রয়োজন হবে।

দ্বৈত কর পরিহার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির আলোকে সিদ্ধান্ত হয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে। নতুন এ নিয়মের ফলে অধিক সংখ্যক নাগরিক আয়কর রিটার্ন দাখিলে একদিকে আগ্রহী হবেন, অন্যদিকে দেশে কর সচেতনতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর