৯১ টাকা কমলো ১২ কেজি এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক
০৩ অগাস্ট ২০২৫

 দেশের বাজারে চলতি আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দর নির্ধারণ করা হয়েছে। এতে আগের মাসের চেয়ে দাম কমেছে। বেশি ব্যবহৃত প্রতি ১২ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম ৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭৩ টাকা। সেই সঙ্গে লিটার প্রতি ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে অটোগ্যাসের দাম ।

রোববার (৩ আগস্ট) নতুন মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর রোববার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে, গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানো হয়।  সেই সঙ্গে প্রতি লিটারে  ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর