পাবনার চাটমোহরে ভাঙা রাস্তা পুনঃনির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেছেন কয়েক গ্রামের মানুষ। যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী চেতনায় হান্ডিয়াল নামক পেশাজীবীদের একটি প্লাটফর্মের ব্যানারে মানববন্ধনে দাঁড়িয়ে আন্দোলন করেন তারা।
শনিবার (২ আগস্ট) সকাল ১০ টায় এ মানববন্ধন শুরু হয়। চাটমোহরের জারদিস মোড় থেকে শুরু করে হান্ডিয়ালের বাঘলবাড়ি চার মাথা পযন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের অন্তত ৯টি পয়েন্টে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।
এদিকে এলাকাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিক কে.এম আনোয়ারুল ইসলাম। চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু হানিফ, সাবেক সাধারণ সম্পাদক এফ.এম ছহির উদ্দিন স্বপন, কৃষক দলের সাবেক সভাপতি এম.এ হান্নান খোকন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আকবর আলী মোল্লা, সাবেক চেয়ারম্যান কে.এম জাকির হোসেন, অধ্যক্ষ রেজাউল করিম হেলাল, প্রাক্তন প্রধান শিক্ষক আ. রাজ্জাক, চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান প্রমুখ।
বিডি২৪অনলাইন/সি/এমকে