রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার দরকার

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৫

দেশে সুশাসন নিশ্চিত করা বছরের পর বছর ধরে কঠিন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী, এমপি তাদের ক্ষমতারচেক অ্যান্ড ব্যালেন্স নেই। এখানে সংস্কার না হলে যত সংস্কারই করা হোক না কেন লাভ হবে না কোনো। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার দরকার। আর রাজনৈতিক ব্যবস্থা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

শনিবার (২৬ জুলাই) ঢাকার সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় বিষয়টি জানান অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায়চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করতে প্রতিপক্ষ শক্তির প্রয়োজন। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার চেষ্টা করছে অন্তর্র্বতীকালীন সরকার। কিন্তু স্বল্প  সময়ে বড় কোনো পরিবর্তন সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালনে নিজের অভিজ্ঞতার আলোকে . সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মতো একটি দেশ শাসন করা কঠিন। আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আমরা। কিন্তু কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না। তবে কিছু পদচিহ্ন রেখে যেতে চাই আমরা, যাতে সেটা অনুসরণ করতে পারে পরবর্তী সরকার।

দেশের ব্যাংকিং খাতের লুটপাট নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। স্পষ্ট করে জানান, তহবিলের প্রায় ৮০ শতাংশ অর্থই লুট করে বিদেশে চলে গেছেন  বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা। কোনো ব্যাংকে ২০ হাজার কোটি টাকা আউটস্টান্ডিং থাকলে তার মধ্যে ১৬ হাজার কোটি টাকাই লুটপাট হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে ৩৫ বিলিয়ন ডলারের মতো অর্থের প্রয়োজন হবে বলেও জানান তিনি।

ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা দেশের অর্থনীতি পুনরুদ্ধার করা সহজ নয় বলে মনে করেন অর্থ উপদেষ্টা। তার মতে, ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে এটা।  এ সময় কর-জিডিপি অনুপাত বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। জানান, বাংলাদেশে এটা এখনো . শতাংশ। কিন্তু নরওয়ে সুইডেনে হার অনেক বেশি।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর