চাঙা রেমিট্যান্স প্রবাহ দিয়ে নতুন অর্থবছরের (২০২৫-২৬) প্রথম সপ্তাহ শেষ হয়েছে। প্রথম মাস জুলাইয়ের প্রথম ৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ৭০ লাখ ডলারের সমপরিমাণ টাকা। গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে ৫ কোটি ৬০ লাখ ডলার বেশি এসেছে রেমিট্যান্স।
রেমিট্যান্স সংক্রান্ত তথ্য পাওয়া গেছে সোমবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী, এ ৬ দিনে আসা রেমিট্যান্সের ডলার বাংলাদেশি টাকায় এক ডলার সমান ১২২ টাকা ধরে হিসাব করলে টাকার অঙ্ক দাঁড়ায় ৫ হাজার ২০৯ কোটি ৪০ লাখ টাকা। গত অর্থবছরের জুলাইয়ের প্রথম ছয়দিনে এসেছিল ৩৭ কোটি ১০ লাখ ডলার ছিল।
পরিসংখ্যান বলছে, গত অর্থবছরের শেষ মাস জুনে ব্যাংকিং চ্যানেলে প্রায় ২৮১ কোটি ৮০ লাখ (২ দশমিক ৮২ বিলিয়ন) ডলার রেমিট্যান্স রেমিট্যান্স পাঠান বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় এ টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৪ হাজার ৪০৪ কোটি টাকার বেশি। সে হিসাবে প্রতিদিন গড়ে ৯ কোটি ৪০ লাখ ডলার ১১৪৭ কোটি টাকা এসেছে দেশে।
গত অর্থবছরে একক মাস হিসেবে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে জুনে। এর আগের মে মাসে এসেছে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। রেমিট্যান্সের এ অংক ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এরও আগে মার্চ মাসে সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠায় প্রবাসীরা। শেখ হাসিনার সরকার পতনের পর দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে প্রায় ধারাবাহিকভাবেই বাড়তে থাকে রেমিট্যান্স। সব মিলে গত অর্থবছরে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এ অঙ্ক তার আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
বিডি২৪অনলাইন/ইএন/এমকে