আগের দিনে মারধরের শিকার, পরের দিন বাগানে ঝুলন্ত লাশ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
০৫ জুন ২০২৫

পাবনার চাটমোহরে জাহানারা খাতুন নামে এক বয়স্ক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) ভোরে উথুলী গ্রামের লিচুগাছের একটি বাগানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।


এর আগে বুধবার (৪ ‍জুন) দুপুরে তাকে মারধর করেছিল প্রতিবেশি পরিবারের লোকজন। তার মৃত্যুর জন্য সেই পরিবারটির লোকজনকে পুরোদমে দুষছেন স্থানীয়রা। তবে লাশ উদ্ধারের পর জাহানারা খাতুনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মারধরের পর বিচার চেয়ে স্থানীয় সমাজের লোকজনের কাছে শরণাপন্নও হয়েছিলেন জাহানারা খাতুন। কিন্তু প্রতিকার পাননি, অনেকেই তাকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সন্ধার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

 

স্থানীয়রা জানান, বাগানটিতে লিচু গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল জাহানারা খাতুনের লাশ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের ব্যবস্থা করে পুলিশ।

 

জাহানারা খাতুন চক উথুলী গ্রামের ফজলু প্রামানিকের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমির সীমানায় কলা গাছ কাটা নিয়ে স্থানীয় মিরাজের পরিবারের লোকজন তাকে মারধর করেন। ওই পরিবারের সঙ্গে তার বিরোধ ছিল। 

 

জাহানারা খাতুনের মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধরে নিয়েছে পুলিশ। বলছে, মারধরের শিকার হওয়ার পর অভিমানে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।

 

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। মামলায় ৭ জনকে আসামি করা হয়েছে।

 

প্রসঙ্গত, দণ্ডবিধি ১৮৬০এর ৩০৬ ধারায় বলা হয়েছে, যদি কোনও ব্যক্তি আত্মহত্যা করে,  এ আত্মহত্যায় যে ব্যক্তি সাহায্য করবে বা প্ররোচনা দান করবে, সে ব্যক্তিকে ১০ বছর পর্যন্ত যে কোনও মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হবে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর