৯০ মিনিটে ১৪৭টি সেলফি!

২২ মে ২০১৭

অস্ট্রেলিয়ার এক চিত্রশিল্পী ম্যাট বাটারওয়ার্থ বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের মত সেজে মেলবোর্নের নামকরা আর্ট গ্যালারিতে গিয়েছিলেন। প্রদর্শনশালার বাইরে তিনি একটা বিজ্ঞপ্তিও ঝুলিয়েছিলেন : 'ভ্যান গগের মত হুবহু চেহারার সাথে সেলফি তুলতে চান - বিনামূল্যে?' প্রথমে গুটি গুটি দুই-চারজন এসেছিল তার সাথে ছবি তুলতে।

এরপরই শুরু হয়ে গেল ছবি তোলার জন্য 'হুড়োহুড়ি'। 'আমার সাথে সেলফি তোলার জন্য সে কী ঠেলাঠেলি। অজানা অচেনা মানুষ আমাকে ক্রমাগত জড়িয়ে ধরে ছবি তুলছে,' বলছিলেন বাটারওয়ার্থ। মাত্র ৯০ মিনিটে তিনি ১৪৭টি সেলফি ছবির জন্য পোজ দিয়েছেন। 'শিশু থেকে বৃদ্ধ - ছবি তুলতে তুলতে আমার ফোনের ব্যাটারি শেষ।'

তার মাথায় আইডিয়া আসে যখন লোকে তাকে বলে তাকে হুবহু উনিশ শতকী চিত্রশিল্পী ভ্যান গগের মত দেখতে। ৩৭ বছর বয়সে কার্যত আত্মহননের পথ বেছে নেবার আগে এই শিল্পী নিজের কান কেটে ফেলেছিলেন। 'আমার মনে হয়েছিল বিখ্যাত মানুষদের সাথে সেলফি তোলাটা এখন ক্রেজ। যেহেতু আমার সাথে ভ্যান গগের চেহারার মিল আছে আমি ভেবেছিলাম এই সোস্যাল মিডিয়া আর সেলফির যুগে মানুষ আইডিয়াটা লুফে নেবে।'

 

সূত্র : বিবিসি


মন্তব্য
জেলার খবর