৩৭ শতাংশ বেড়েছে রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক
০১ মে ২০২৫

গেল এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬০ কোটি ৭৬ লাখ মার্কিন ডলারের  রেমিট্যান্স এসেছে। এ ডলার আগের বছরের একই সময়ের চেয়ে ৩৬ দশমিক শতাংশ বেশি। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২ হাজার ২০৪ কোটি ৭৮ লাখ বা ২২ দশমিক ০৪ বিলিয়ন ডলার। রেমিট্যান্স আয়ের পাশাপাশি মূলত রপ্তানিতে প্রায় ২৮ শতাংশ এবং রপ্তানিতে ১১ শতাংশ প্রবৃদ্ধির কারণেই রিজার্ভ বাড়ছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, এখন রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে আছে। আইএমএফের ঋণপ্রাপ্তির অন্যতম শর্ত হচ্ছে  জুনের মধ্যে নিট রিজার্ভ কাঙ্ক্ষিত মাত্রায় থাকতে হবে। সংস্থাটির শর্ত জুনের মধ্যে পূরণ করা সম্ভব হবে বলেও আশা করছেন তারা।

গেল এপ্রিলের ২৯ দিনে আসা রেমিট্যান্সকে দেশীয় মুদ্রায় বিনিময় করলে (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) টাকার অঙ্ক দাঁড়ায় ৩১ হাজার ৮১৩ কোটি টাকা। সে হিসাবে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় কোটি ডলার বা এক হাজার ৯৭ কোটি টাকা। গত বছর এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি ৮৩ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট হাজার ৪৩৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এ অর্থ আগের অর্থবছরের তুলনায় ২৮ দশমিক শতাংশ বেশি। আগের অর্থবছরে এ সময় রেমিট্যান্স এসেছিল এক হাজার ৮৯৮ কোটি মার্কিন ডলার।

এদিকে গত মার্চ মাসে দেশে ইতিহাসে সর্বোচ্চ রের্কড পরিমাণ রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। এ মাসে বৈধ পথ ব্যাংকিং চ্যানেলে ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এর আগে গত ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৬৪ কোটি ডলার। এটা ছিল একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।

 

প্রাপ্ত তথ্য বলছে, অর্থপাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। ফলে দেশের বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে।

পরিসংখ্যান বলছে, শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই ধারাবাহিকভাবে প্রতি মাসে ২শ কোটির বেশি মার্কিন ডলার রেমিট্যান্স আসছে দেশে। চলতি অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার এবং নভেম্বর মাসে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি এবং ফেব্রুয়ারি মাসে ২৫২ কোটি ৮০ লাখ ডলার এবং মার্চে ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর