বৈশ্বিক আলোচনায় ফিরেছে রোহিঙ্গা ইস্যু

নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৫

নোবেল জয়ী অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতীকালীন সরকারের নানা পদক্ষেপের কারণে রোহিঙ্গা ইস্যু বৈশ্বিক আলোচনায় ফিরে এসেছে। দোহার আর্থনা সম্মেলনে রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলাদা সম্মেলন হবে। সেখানে ১৭০টি দেশ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, রোহিঙ্গা সংকট বিশেষ করে বাংলাদেশে আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গার বিষয়টি একটা মানবিক সংকট। সংকট এক সময় বড় ধরনের আঞ্চলিক সংকট তৈরি করতে পারে, নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিষয়গুলো বৈশ্বিক আলোচনা থেকে হারিয়ে যেতে বসেছিল। কিন্তু অন্তর্র্বতীকালীন সরকারের নানা পদক্ষেপের কারণে রোহিঙ্গা ইস্যু বৈশ্বিক আলোচনায় ফিরে এসেছে।

প্রেস সচিব বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন। তার অনুরোধে একটি প্রস্তাবও  গ্রহণ করে জাতিসংঘ।  তিনি বলেন, রোহিঙ্গা সংকটের বিষয়টি এখন কী পর্যায়ে রয়েছে, আমাদের এখন কী করণীয় ইত্যাদি দোহার আর্থনা সম্মেলনে তুলে ধরা হয়েছে।

প্রেস সচিব জানান, সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনেও মিয়ানমারের দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের ফলপ্রসূ বৈঠক হয়। বৈঠকে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা সংকট নিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে ধারাবাহিক আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন প্রেস সচিব।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর